পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা : নিহত ৩০

0
2

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আন্তত আরও ৫০ জন। সোমবার (৭ জুন) সকালে সিন্ধু প্রদেশের গোতকি জেলায় এ সংঘর্ষ ঘটে। ডন।

একজন রেলওয়ে মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’

পরে খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

গোতকির পুলিশ কর্মকর্তা উমর তুফাইল বলেন, ‘মিল্লাত এক্সপ্রেসের ধ্বংস্তুপে এখনো ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আটকে আছেন। কর্তৃপক্ষ তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি আনার চেষ্টা করছে।’

দুর্ঘটনার পর গোতকি, দারকি, ওবারো এবং মিরপুর মাথেলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার সব চিকিৎসক-স্টাফকে হাসপাতালে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here