পীর হাবিবুর রহমানের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক

0
8

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট কিংবদন্তী সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

আজ শনিবার তার নির্বাচনী এলাকা চরফ্যাশনে এক সুধী সমাবেশ শেষে সোশ্যাল মিডিয়ায় পীর হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।পরে এমপি জ্যাকব এক শোক বার্তায় পীর হাবিবুর রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমপি জ্যাকব শোক বার্তায় আরও বলেন, পীর হাবিবুর রহমচনের মত প্রথিতযশা কলামিস্ট,সাংবাদিক বাংলাদেশে অদ্বিতীয়। তার শূন্যস্হান পুরণ হওয়ার নয়। তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা।

উল্লেখ্য, শনিবার বিকাল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here