আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা ‘স্কাই সেভার’ মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, সঙ্গে থাকবেন ১০০ সেনাও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানান বলে বিবিসি লাইভে জানানো হয়।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের ইয়াভোরিভ প্রশিক্ষণ ঘাঁটির কাছে রুশ বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। ওই ঘাঁটি পোল্যান্ড সীমান্তের কাছে। এ এলাকা দিয়ে ইউক্রেনের অনেকে পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিচ্ছেন।
বেন ওয়ালেস বলেন, পোল্যান্ডের আকাশসীমাকে ‘রুশ আগ্রাসন’ থেকে সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। যুক্তরাজ্য ও পোল্যান্ড ন্যাটো সামরিক জোটের সদস্য।
যুক্তরাজ্য সরকারের ভাষ্য অনুযায়ী, সেভার ‘অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’, যা শব্দের গতিতে ছুটন্ত অবস্থায় টেনিস বল আকৃতির লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।
যুক্তরাজ্য সেনাবাহিনীর তথ্যমতে, এই প্রতিরোধব্যবস্থায় তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে—ত্রিমাত্রিক নজরদারি রাডার, যুদ্ধ ব্যবস্থাপনা, ইন্টেলিজেন্স স্যুট ও একটি মিসাইল লঞ্চার।
এটি ৯৯ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, যা ঘণ্টায় ২ হাজার ৩০০ মাইল গতিতে ছুটতে পারে। এটি মূলত পোল্যান্ডকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও বোমা থেকে বাঁচতে সক্ষম করে তুলবে।