প্রধানমন্ত্রীর তিন কন্যার ঘরে ছয় নাতি-নাতনি

0
17

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় নাতি-নাতনি। এদের এক জনের নাম সৈয়দ আলী মর্তুজা আযান, দ্বিতীয় সৈয়দ আলী মোহাম্মদ সুজাত, তৃতীয় আয়াতুল রহমান শ্রদ্ধা, চতুর্থ আকিব হোসেন রমাদান, পঞ্চম আয়াত হোসেন আদর এবং ষষ্ঠ আয়ান হোসেন আসিম। এই ছয় নাতি-নাতনি হলো নিমতলী ট্র্যাজেডিতে স্বজন হারিয়ে নিঃস্ব হওয়া সেই তিন কন্যার সন্তান। প্রধানমন্ত্রীর তিন কন্যারা হলেন, উম্মে ফারোওয়া আক্তার রুনা, সাকিনা আক্তার রত্না ও আসমা আক্তার শান্তা।

২০১০ সালের ৩ জুন নিমতলীর ৪৩, নবাব কাটরা পাঁচতলা বাড়িতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৩ জন প্রাণ হারান। আপনজন হারিয়ে নি:স্ব হয় কয়েকটি পরিবার। বাড়ির নিচে কেমিক্যাল গোডাউনে আগুন লেগে বিস্ফোরিত হয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুনার বিয়ের ‘পানচিনি’ অনুষ্ঠানের দিন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিঃস্ব রুনা, রত্না ও শান্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তান পরিচয়ে বুকে টেনে নেন। গণভবনে নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তার তিন কন্যার বিয়ে দেন।

চাঁনখারপুলের হোসনী দালান রোডের ১৮/১০, শিয়া গলির বাড়ির তৃতীয় তলায় থাকেন প্রধানমন্ত্রীর বড় মেয়ে রুনা।

প্রধানমন্ত্রীর আরেক কন্যা রত্না থাকেন নবাব কাটরার বাসায়। এক সন্তান ও স্বামী নিয়ে সুখেই আছেন। তার স্বামী সাইদুর রহমান সুমন বেসিক ব্যাংকে চাকরি করেন।

প্রধানমন্ত্রীর তৃতীয় কন্যা আসমা আক্তার সপরিবারে থাকছেন মায়ের দেওয়া ফ্ল্যাটে। গত বছরের নভেম্বরে আসমা মিরপুরে নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার স্বামী আলমগীর হোসেন সেনাবাহিনীতে চাকরি করেন। আলমগীরের চাকরিও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বামী আর তিন সন্তান রমাদান, আদর ও আসিমকে নিয়ে খুব ভালোভাবেই চলছে আসমার সংসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here