প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৫৩ হাজার ৩৪০ পরিবার

0
13

নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াতায় ৫৩ হাজার ৩৪০ পরিবারের কাছে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‌করোনার কারণে আমি যেহেতু যেতে পারিনি। আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ডিসি এবং ইউএনও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

‘মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এ সব ঘর দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here