ক্রীড়া প্রতিবেদক
নারী ফিফা র্যাংকিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতো আছে ১৩৭ নম্বরেই। শুক্রবার ফিফা মেয়েদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে, যেখানে শীর্ষস্থানে যথারীতি যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় স্থানে জার্মানি, তৃতীয় স্থানে ফ্রান্স, চারে নেদারল্যান্ড, পাঁচে সুইডেন, ৬ নম্বরে ইংল্যান্ড, ৭ নম্বরে ব্রাজিল। আর্জেন্টিনার মেয়েরা আছে ৩৫ নম্বরে।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের সরব উপস্থিতি হলেও মেয়েদের জাতীয় দল খেলার সুযোগ কমই পায়। যে কারণে র্যাংকিং বাড়ানোর সুযোগও পাচ্ছেন না সাবিনারা।
শুক্রবার ঘোষিত র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে যথারীতি ভারত ওপরে। তারা আছে ৫৭ নম্বরে। নেপাল দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে। তাদের র্যাংকিং ১০০।
১৩৭ নম্বরে থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয়। বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা ১৪৩, মালদ্বীপ ১৪৪ ও ভুটান ১৬১।