ফ্রান্সে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ম্যাক্রঁ

0
7

আন্তর্জাতিক ডেস্ক
আবারো পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন এমানুয়েল ম্যাক্রঁ। প্রধান প্রতিদ্বন্ধী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। ম্যাক্রঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। এ নিয়ে ম্যাক্রঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

জয়ের পর আইফেল টাওয়ারের বেদীতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি ‘সবার প্রেসিডেন্ট হবেন’। এদিকে হেরে যাওয়ার পরেও মিজ লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন। মি. ম্যাক্রঁর এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা।

তাদের ভয় ছিল কট্টর ডান-পন্থী প্রার্থীরা কয়েক দফা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন ” আমরা একসঙ্গে ফ্রান্স এবং ইউরোপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলডেমির জেলনস্কি ফ্রান্সের ভোটারদের আহ্বান জানিয়েছিলেন মি. ম্যাক্রঁকে ভোট দিতে। তিনি স্বাগত জানিয়ে মি. ম্যাক্রঁকে বলেছেন “সত্যিকারের বন্ধু” এবং শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপ হবে সে আশা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ম্যাক্রঁর জয়কে স্বাগত জানিয়েছেন। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here