নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির।
এ উপলক্ষে সমিতি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন ও কেক কাটা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির। এছাড়া যুব ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পারভেজ সহ যুব ব্যবসায়ী নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীউপলক্ষে কেক কাটেন।