বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বরিশাল চ্যাম্পিয়ন

0
2

বরিশাল সংবাদদাতা
বিভাগীয় পর্যায়ে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় বরিশাল জেলা ১-০ গোলে ভোলা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।আর রানার আপ হয়েছে ভোলা জেলা।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বুধবার (১৬ জুন) বিকেল ৪টায় বরিশাল জেলা বনাম ভোলা জেলার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ম্যান অব দি ফাইনাল হন বরিশাল জেলার জিদান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করেন বরিশাল জেলার শরিফুল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক।অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন মোঃ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, মোঃ সোহেল মারুফ, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here