বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১৬ জেলে জীবিত উদ্ধার

0
5

নিজস্ব প্রতিবেদক
ভোলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে জেলেদের মাছ ধরা একটি ট্রলার ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের একটি দল তাদের উদ্ধার করে।

এ সময় মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ তাদের উদ্ধার কাজে সহায়তা করেন। এর আগে গত শুক্রবার রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি চরপিয়াল পয়েন্টে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায়। তবে জেলেরা উদ্ধার হলেও ট্রলারটি উদ্ধার সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, আবু সাইদ সায়েদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আরতাব ও আলাউদ্দিন মাঝি। এদের বাড়ি চরফ্যাশন ও হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

জানা যায়, ঝড়ের কবলে পড়ে ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের জেলেরা কেউ ডুবন্ত ট্রলারে, কেউ সাঁতরিয়ে চরে আশ্রয় নেয়। কেউ আবার কেওড়া গাছে ঝুলে জীবন রক্ষা করে। খবর পেয়ে মনপুরা কোস্টগার্ডের একটি দল গিয়ে জেলেদের উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here