বর্তমান সরকারের আমলে কৃষি বিপ্লব বিশ্বে বিস্ময় : জ্যাকব

0
4

নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি বিপ্লব বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। রোববার দুপুর চরমাদ্রাজ ইউনিয়নে চাষাবাদের উপকরণ বিতরণ ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান, আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোরশেদ,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র,ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক মো: হাসান ওয়াসিরুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবু হাসনাইন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইউছুফ হোসাইন ইমন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: তাওফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন কৃষি অফিসের এসএপিপিও মোঃ ছানাউল্লাহ আজম। পরে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here