বাংলাদেশকে ১ কোটি টিকা দেবে ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

0
9

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টিরিংক।

তিনি জানান, বাংলাদেশের জন্য এক কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। এটা পর্যাপ্ত নয় এবং আশা করি, আরও বেশি দিতে পারব।

বৃহস্পতিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এই তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশকে ১ কোটি  টিকা দেবে ইইউ:  রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক করোনা মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব আমরা। ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দিয়েছি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জায়দি সাত্তার এবং কসমস ফাউন্ডেশনের ইমেরিটাস উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here