ক্রীড়া প্রতিবেদক
টানা ছয় মাস পর আবার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষের নাম আফগানিস্তান। দোহার জসিম বিন হামাম স্টেডিয়ামে বাংলাদেশের সময় খেলা শুরু হবে রাত ৮টায়। টিভির পর্দায় খেলা দেখা যাবে। করোনার কঠিন পরিস্থিতিতে দোহায় গিয়ে কাতারের অনুরোধে গত ২০ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তারও আগে গত বছর অক্টোবরে ঢাকায় নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু ফুটবল সিরিজ জয় এবং মার্চে নেপালে গিয়ে তিন জাতি ফুটবলে রানার্সআপ হয় বাংলাদেশ।
এসব টুর্নামেন্টের চেয়ে কাতারেই হবে আজ আসল লড়াই। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ই গ্রুপে খেলছে। এই গ্রুপ হতে কাতার সরাসরি পরবর্তী রাউন্ড খেলবে। গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশের সুযোগ হতো পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেই সুযোগ বাংলার ফুটবলারদের সামনে নেই। কাতার বিশ্বকাপে খেলার সুযোগ নেই। এখন ২০২৩ এশিয়ান কাপ ফুটবলে সম্ভাবনা আছে যদি। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ হওয়ার পর কোয়ালিফাইং ম্যাচ , প্লেঅফ ম্যাচ খেলে উঠে আসতে পারে তাহলে সুযোগ হতে পারে।