বাংলাদেশে আসতে আর্জেন্টিনার দাবি ১০০ কোটি টাকা

0
1

ক্রীড়া প্রতিবেদক
গত ১৮ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় লুসাইল স্টেডিয়ামে জাদু দেখানো সেই ফুটবলাররা বাংলাদেশে আসবে। জুনে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বাংলাদেশে আসতে চাইলেও তারা শর্ত দিয়েছে।
জানা গেছে ১০০ কোটি টাকার বেশি দাবি করেছে আর্জেন্টিনা। এই টাকা ছাড়াও প্রীতি ম্যাচ আয়োজনে খরচ হতে পারে প্রায় পৌনে দুই শ কোটি টাকা। শর্ত মিলতে হবে। দুই দেশের ফুটবল সংস্থার শর্ত মিললে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে আনতে হলে তাদের যাওয়া-আসা, থাকা খাওয়ার সব খরচ দিতে হবে। সঙ্গে আর্জেন্টিনা যে অর্থের দাবি করে শর্ত দিয়েছে তা-ও পূরণ করতে হবে। এই অর্থ দেয়ার শর্ত শুনেই চোখ কপালে বাফুফের। কারণ এত বড় অর্থ দেওয়ার মতো শক্তি বাফুফের নেই। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন স্পন্সর রেডি আছে।’ সহসভাপতি মানিক জানিয়েছেন স্পন্সরের সঙ্গে কথা বলে চূড়ান্ত করে ফেলব।’

হিসাব করে দেখা যাচ্ছে আর্জেন্টিনাকে যদি একশ কোটি টাকার বেশি দিতে হয় আর প্রতিপক্ষ দলকে আনতেও খরচ করতে হবে। তাদেরকেও দিতে হবে থাকা-খাওয়া-যাওয়া-আসার খরচ। সব মিলিয়ে একটা খসড়া হিসাব দেখছে দেড়শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর্জেন্টিনার আসা না আসাটা নির্ভর করছে অর্থের ওপর। তবে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বিষয়টি নিয়ে এরই মধ্যে সরকারের শীর্ষ মহলের সঙ্গে গতকালই কথা বলে এসেছেন।

আর্জেন্টিনা কার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে তা নিয়ে ভাবনা রয়েছে। হতে পারে তা জাপান, দক্ষিণ কোরিয়া বা মরক্কোর সাথে।

আর্জেন্টিনা বাংলাদেশে আসবে জুনে। ১২-২০ জুন ফিফার উইনডো রয়েছে। এই তারিখের মধ্যে খেলতে হবে। জুনের এই সময়টা কাজে লাগাতে আর্জেন্টিনা রাজি হয়েছে। কিন্তু সেই সময়টায় মেসি আসতে পারবেন কি না, তা নিয়ে চিন্তা রয়েছে। মানিক খুব কড়া গলায় বললেন, ‘আসল খেলাই তো মেসিকে নিয়ে। মেসিই তো সবচেয়ে বড় আকর্ষণ। সে-ই যদি না আসে তাহলে কীভাবে হবে। মেসি আসবে। মেসি আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here