বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে: প্রধানমন্ত্রী

0
4

নিজস্ব প্রতিবেদক
শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে, আরও সামনে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশকে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দেশে উন্নীত করতে চান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার জাতীয় সংসদে এক বিশেষ আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে বিশেষ আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সংসদে সাধারণ প্রস্তাব তোলেন তিনি। এরপর প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। পরে প্রস্তাব নিয়ে আলোচনা করেন সাংসদেরা। আজ বৃহস্পতিবারও এ বিশেষ আলোচনা চলবে। পরে প্রস্তাবটি গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনে আজীবন কাজ করেছেন। এ জন্য তিনি নিজের সব আশা-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছিলেন। দিনের পর দিন কারাগারে ছিলেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, তাঁরা পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু এ নিয়ে তাঁদের আফসোস ছিল না। পিতার কাছ থেকে তাঁরা দেশপ্রেম শিখেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা প্রতীক্ষায় ছিলাম কখন আমাদের পিতা ঘরে আসবেন। কিন্তু আমরা বাবাকে পাই পরে, জনগণ পায় আগে। তাঁর কাছে জনগণই ছিল সবচেয়ে বড়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here