বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

0
8

মাওয়া থেকে বিশেষ সংবাদদাতা

ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, শুক্রবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকালের দিকে হঠাৎ করেই আকাশ মেঘে ছেয়ে আসে। এ সময় বাতাস শুরু হয়। তাই দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ ছাড়া চলাচলরত অবস্থায় থাকা লঞ্চগুলোকে যাত্রীসহ নদীর নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে।

আক্তার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টা থেকে সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here