আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ আটমাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে রাশিয়া বাখমুত শহর নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার(২১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা।
তিনি আরও বলেন, ওয়াগনার প্রাইভেট আর্মির সহযোগিতায় রুশ সেনারা বাখমুত দখল করেছে। তারা এটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
জেলেনস্কি জানান তিনি মনে করেন ইউক্রেনের এই শহরটি তারা হারিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, ‘আপনাদের বুঝতে হবে যে সেখানে আর কিছুই নেই।’ জেলেনস্কি বলেন, ‘তারা সবকিছু ধ্বংস করেছে।’
এছাড়া বলেন, ‘আজকের জন্য, বখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে,এই জায়গায় কিছুই নেই।’
বর্তমানে জাপানের হিরোশিমায় অবস্থান করছেন জেলেনস্কি। সেখানে জি৭ সম্মেলনে তিনি এসব কথা জানান।