ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বার্সেলোনায় খেলানোর স্বপ্ন দেখা শুরু করলেন দলের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। এই চাওয়া বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
লাপোর্তা চাইছেন, মেসির ভবিষ্যৎ আরও ভালভাবে সাজাতে। তাই গত সপ্তাহে এমন কিছু ভাবনা তার মাথায় এসেছে যা অনেকে অবাস্তব বলে মনে করছেন। শোনা যাচ্ছে, লাপোর্তার স্বপ্ন মেসির সঙ্গে রোনালদোকে একসঙ্গে খেলানো।
আসলে এই দু’জন গত এক দশক ধরে বিশ্ব ফুটবলের আঙিনায় শেষ কথা বলে এসেছেন। প্রশ্ন হল, রোনালদো কি লাপোর্তার প্রস্তাব মেনে নেবেন? যদিও এই বিষয়ে সবিস্তারে কিছু জানা যায়নি। শুধু রোনালদো নয়, জুভেন্তাসের কাছে আরও দু’জনের প্রস্তাব দিয়েছে বার্সা। তবে রোনালদোকে প্রস্তাব দিলেই তো হবে না, কীভাবে আর্থিক সমস্যা কাটিয়ে নিয়ে আসা সম্ভব হবে?