বাস ট্রেন লঞ্চ চালুর সাথে সাথে পুরোনো চেহারায় ঢাকা

0
9

নিজস্ব প্রতিবেদক
ঈদে কর্মস্থল ত্যাগের নিষেধাজ্ঞায় ছুটি তিন দিন হলেও ঢাকার রাস্তায় যানজট দেখা যায়নি দিন দশেক। আজ সোমবার আন্তজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরুর পর ঢাকা ফিরেছে পুরোনো চেহারায়। আবার পুরোদমে দেখা দিয়েছে যানজট।

আজ দেখা গেছে, রাজধানীর রাস্তায় সব ধরনের গাড়িই চলছে। এমনকি গাড়িতে জায়গা না পেয়ে অনেককে হেঁটে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতেও দেখা গেছে।
সকালে ঢাকার কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, মহাখালী, কাকলী, নতুন বাজার, কাকরাইল, গুলিস্তান ঘুরে দেখা যায়, যানজটে দীর্ঘ সময় স্থির দাঁড়িয়ে ছিল যানবাহনগুলো। ফার্মগেট থেকে যানজট গিয়ে ঠেকেছে খামারবাড়ি মোড় পর্যন্ত। মাঝে কয়েক দফা লকডাউনে শুধু জরুরি সেবা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলা রাখার কথা বলা হলেও ধীরে ধীরে বেশির ভাগ প্রতিষ্ঠানই নিজ উদ্যোগে খুলেছে। পরে ‘লকডাউনেই’ গণপরিবহন খুললেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাফেরা করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here