দেশে মানুষের গড় আয়ু কমেছে ৫ বছর ৪ মাস, ঢাকায় ৭ বছর ৭ মাস

0
44

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে গত ক’বছর যাবত। বিশ্বে শীর্ষ দূষিত কয়েকটি শহরের অন্যতম ঢাকার মানুষের স্বাস্থ্যের ওপর সর্বাধিক নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষের গড় আয়ু কমছে দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের কারণে বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস। ঢাকায় কমেছে প্রায় সাত বছর সাত মাস।

বুধবার (১ সেপ্টেম্বর) শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ এর গবেষণায় আরও দেখা গেছে, রাজধানী ঢাকায় গত ১০ বছরে বায়ু দূষণ বেড়েছে ৮৬ শতাংশ।

গবেষণায় বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু দুই থেকে ৯ বছর পর্যন্ত কমছে। এছাড়াও এর ফলে নানা ধরনের কঠিন অসুখের সম্মুখীন হতে হচ্ছে।

বিশেষ করে শিশু ও বয়স্করাই বায়ু দূষণের সবচেয়ে বড় শিকার। বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ভারতের রাজধানী দিল্লীবাসী। প্রায় ৪০ শতাংশ ভারতীয়দের আয়ু ৯ বছর পর্যন্ত কমাচ্ছে সে দেশের বায়ু দূষণ। ইন্টারনেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here