বিনোদন প্রতিবেদক
ইমন ও শবনম বুবলী ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন । এই দুই তারকা আবারও আসছেন এক ফ্রেমে। তবে সিমেনা নয় এবার তারা জুটি বাঁঝছেন বিজ্ঞাপনচিত্রে। এটি পরিচালনার দায়িত্বে আছেন রবিন খান। সব মিলিয়ে বিজ্ঞাপনচিত্রটির প্রিমিয়ারও আয়োজন করেছেন রবিন খান।
রোববার (২৭ জুন) রাতে রাজধানীর উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এই প্রিমিয়ার।
রবিন খান বলেন, ‘এই বিজ্ঞাপনে এমন কিছু উপাদান আছে, যা এশিয়াতে আগে কখনও হয়নি। আর এটি বিশাল একটি ফ্রেমে ধারণ করা হয়েছে। এছাড়া এতে জুটি হিসেবে আবারও এসেছেন ইমন ও বুবলী।’ সরকারের বোতলজাত বিশুদ্ধ পানি ‘মুক্তা’র বিজ্ঞাপন এটি।
রবিন আরও বলেন, ‘মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।’
জানা গেছে, চলতি মাসেই বিজ্ঞাপনটির কাজ হয়েছে। সোমবার (২৮ জুন) থেকে দেশের সব কটি চ্যানেলে প্রচার হবে এটি।