বিদ্যুতের দবিতে চরফ্যাশনে থাকা মনপুরাবাসীর মানববন্ধন

0
5

নিজস্ব প্রতিবেদক
সোলার মিনি গ্রিড বিদ্যুতের পরিবর্তে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে ভোলার মনপুরায় শতভাগ বিদ্যুতের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে চরফ্যাসনস্থ মনপুরাবাসী।

শনিবার (৫ জুন) সকাল ১০টায় চরফ্যাসন সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধন হয়। এসময় মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাসনস্থ মপুরার সন্তান চরফ্যাসন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলাম, মনপুরার সাবেক সচিব মো: আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোলার বিদ্যুৎ এখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের কাছ থেকে ১ ইউনিট বিদ্যুৎ বাবদ খরচ নিচ্ছে ৩০ টাকা। একজন গ্রাহক প্রয়োজনীয় সংখ্যক ফ্যান ও বাতি এবং একটি ফ্রিজ ব্যবহার করলে তাকে ২ থেকে ৩ হাজার টাকা বিল পরিশোধ করতে হচ্ছে। বিদ্যুৎ বিল বেশী হওয়ার কারনে অনেকে প্রয়োজন থাকা সত্বেও লাইট বন্ধ করে রাখে। প্রচন্ড গরমের সময় অধিক বিলের ভয়ে ফ্যান না চালাতেও দেখা গেছে। অনেকে দিনের বেশিরভাগ সময়ে ফ্রিজের লাইন বন্ধ করে রাখেন। বিলের সাথে প্রতি মাসে ৭০ টাকা সার্ভিস চার্জ বাধ্যতামূলকতো রয়েছেই। বিদ্যুৎ বিল দিতে দিতে গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here