বিপিএল শেষের আগেই আফগান সিরিজের দল ঘোষণা

0
5

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। পরদিনই তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। বিপিএল শেষের আগেই হোম সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হতে পারে। প্লে-অফ চলাকালীন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং মিটিং করবেন নির্বাচকরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অনেক সমালোচনা, গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত বর্তমান নির্বাচক কমিটিকেই কাজ চালিয়ে যেতে বলেছে বিসিবি। সেই লক্ষ্যেই বিপিএলের ম্যাচগুলো দেখছেন নির্বাচকরা। ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘১৫ থেকে ১৭ তারিখের মধ্যে আমরা মূল দল দিয়ে দেবো। টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটু আলোচনা আছে। সবকিছু মিলে পুরোপুরি রাউন্ড যখন শেষ হবে, এলিমেনেটর রাউন্ডের আগেই বসে করণীয়টা ঠিক করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here