ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে পূরণ হলো আজন্ম লালিত স্বপ্ন। নিজের শেষ বিশ্বকাপেই আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার বিশ্বকাপ শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি।
মরুর বুকে বিশ্বকাপটা রাঙা হলো আকাশী-সাদা রঙে। লুসাইলের উৎসবের রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে অধরা বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলো আলবিসেলেস্তারা।
আগামী চার বছরের জন্য বিশ্বকাপের সোনালি ওই ট্রফিটার মালিক আর্জেন্টিনা। আর শুধু কি ওই ট্রফি, নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন হিসেবে ৪২ মিলিয়ন ইউএস ডলার বা ৪২০ কোটি টাকা পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ পরিমাণ আর্থিক পুরস্কার।
রানার্স-আপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার বা ৩০০ কোটি টাকা। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া পাচ্ছে ২৮২ কোটি টাকা আর চতুর্থ স্থান অর্জঙ্কারী মরক্কো পাচ্ছে ২৬০ কোটি টাকা।