বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন শুরু

0
7

নিজস্ব প্রতিবেদক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল, সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৬টি। এসব বিশ্ববিদ্যালয়ে ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার।

তবে শিক্ষার্থীদের অনেকের এনআইডি নেই। ফলে নিবন্ধের জটিলতায় পড়েছেন তারা। এসব শিক্ষার্থীদের করণীয় বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here