বিশ্বে টানা ১২ মাস কমছে খাদ্যের দাম

0
1

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে খাদ্যের মূল্যসূচক ১২ মাস ধরে কমছে। এ প্রবণতা মার্চেও অব্যাহত ছিল বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে।

শুক্রবার এফএও বলেছে, মার্চে সংস্থার খাদ্যের মূল্য তালিকার সূচক ২ দশমিক ১ শতাংশ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক বছর আগে খাদ্যের মূল্যসূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, এ সূচক এখন কমে ২০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। খবর রয়টার্স, সিনহুয়া, আইএএনএস।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রচলিত খাদ্যপণ্যের ওপর নজরদারি করা এফএও-এর মূল্যসূচকের গড় মার্চে ছিল ১২৬ দশমিক ৯ পয়েন্ট। আর ফেব্রুয়ারিতে এর গড় ছিল ১২৯ দশমিক ৭ পয়েন্ট। রোমভিত্তিক সংস্থাটি বলছে, ২০২১ সালের জুলাই থেকে মার্চ মাসের এ গড়ই হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট।

এফএও খাদ্যশস্যের মূল্যসূচক গত বছর মার্চের তুলনায় এ মার্চে ৫ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে গম দাম ৭ দশমিক ১, ভুট্টা ৪ দশমিক ৬ এবং চালের দাম ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here