বিশ্ব পর্যটন সংস্থার দক্ষিণ এশিয় ভাইস চেয়ার নির্বাচিত বাংলাদেশ

0
11

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)-এর কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২১-২০২৩ মেয়াদে দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার ৯১৪ সেপ্টেম্বর) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলির সভাপতিত্বে কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়ার যৌথভাবে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, বাংলাদেশের পাশাপাশি ইরানও সিএসইএর ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার ছিল ভারত ও শ্রীলঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here