বুবলী বললেন ছবিটি আমার খুব প্রিয়

0
3

বিনোদন প্রতিবেদক
সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘরে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। সোমবার হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে তিনি নিজেই নিশ্চিত করেছেন ছবিটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘরে।

বুবলী লিখেন, যে জায়গায় টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে । খুব প্রিয় একটি ছবি এটি আমার।

শবনম বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুট। হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here