বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন, আজ থেকে অনলাইনে টিকিট

0
2

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর অনলাইন টিকিট বিক্রি শুরু হবে আজ মঙ্গলবার।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার ঘোষণা আসার পর রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালুর সিদ্ধান্ত জানায়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৫ জুলাই থেকে ২২ জুলাই যাত্রীবাহী ট্রেন চলবে। কতটি ট্রেন কোন রুটে চলবে, তা পরবর্তীতে জানানো হবে।

শরিফুল আলম বলেন, মঙ্গলবার বিকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here