নিজস্ব প্রতিবেদক
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চরফ্যাশনসহ সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা টেকনাফ থেকে তেতুলিয়ায় ছড়িয়ে দিতে চাই। বেতুয়া নদী বন্দর সেই উন্নয়নের আরো একটি ধাপ। বেতুয়া নদী বন্দরকে ঘিরে চরফ্যাশনে বাণিজ্য বাড়বে, দেশ বিদেশের জাহাজ ভিড়বে, পণ্য রপ্তানী ও আমদানী হবে, নৌ পথে ড্রেজিং হবে, সকল রুটে জাহাজ চলাচল সহজ হবে। চরফ্যাশন একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।
চরফ্যাসন বজ্রগোপাল টাউনহলে মঙ্গলবার বেলা ২টায় চরফ্যাসন উপজেলা পরিষদের আয়োজনে সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিওটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এর আগে তিনি বেতুয়া নদী বন্দরের ভিত্তিফলক স্থাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, শেখ রাসেল শিশু বিনোদন পার্ক, ফ্যাসন স্কয়ার ও জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন।
সুধি সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন প্রমুখ।