বেতুয়া প্রশান্তি পার্কের প্রধান সড়ক ভেঙে গেছে

0
9

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে চরফ্যাশন উপজেলার পর্যটক আকৃষ্ট বেতুয়া প্রশান্তি পার্কের প্রধান সড়কের বেশকিছু অংশ ভেঙে গেছে।মঙ্গলবার ও বুধবার রাত থেকে মেঘনার পানির উত্তাল ঢেউ সড়কটিতে আঘাত করতে থাকে। এতে সড়কটির দক্ষিণ পাশের বেশকিছু অংশ ভেঙে যায়। তবে দ্রুত মেরামত না করলে যেকোন মুহুর্তে পানির চাপে সম্পূর্ণ ভেঙে যেতে পারে।

স্থানীয় বসিন্দারা বলেন, ঘূর্ণিঝড় যশ এর তান্ডবে বেতুয়া প্রশান্তি পার্কের প্রধান সড়ক ভেঙ্গে নদীর পানি ভিতরে প্রবেশের আশংকা রয়েছে। এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হতে পারে। এরকম অবস্থায় আর কিছুক্ষণ চলতে থাকলে সাধারণ জনগন চরম বিপদের সম্মুখীন হতে পারে। উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

পানি উন্নয়ন বোর্ড ভোলা -২ এর জনৈক উপ-বিভাগীয় প্রকৌশলী জানান, উপজেলার বেতুয়াসহ ৩টি পয়েন্টে ২৫০ মিটার এলাকা বাধ ও রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাঁধগুলো মাটি ও জিওব্যাগ দ্বারা মেরামত করা হচ্ছে। এছাড়াও ২টি পয়েন্টে বাঁধের উচ্চতা বৃদ্ধিতে ৩০০ মিটার মাটি ও সিনথেটিক ব্যাগ দ্বারা মেরামতসহ উচ্চতা বৃদ্ধি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here