বোরহানউদ্দিন সংবাদদাতা
ভেলার বোরহানউদ্দিন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৬ জেলেকে আটক করা হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান তাদের আটক করেন।
আটককৃতরা হলেন সিরাজ হাওলাদার, মো. আরিফ, মো. খোকন, মো. মনির, মো. সাগর ও মোহাম্মদ রুহুল আমিন।
এদর মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ১ জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন প্রতিবন্ধী হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।