বোরহানউদ্দিন সংবাদদাতা
ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র মো: মিনহাজ শাহীন (২৬) মায়ের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহীন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছোট ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ৭ আগস্ট রাতে শাহীন খাবার শেষ করে তাঁর মাকে ফজরের আজান হলে যেন নামাজ পড়তে জাগিয়ে দেয় বলে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজের আজান হলে মা’ ঠিকই তাঁকে নামাজ পড়তে ডাকলে সে (শাহীন) তাঁর শরীরটা ভালো লাগছে না বলে জানায়। অসুস্থ ও দূর্বল কন্ঠে ছেলের শরীর খারাপের কথা শুনে মা’ কাছে এসে তাঁর মাথা তুলে কোলে নেয় আর তখনই শাহীন জনমদুখিনী সে মায়ের কোলে মাথা রেখেই না ফেরার দেশে চলে যায়। (তবে প্রাথমিক ধারণায় হার্ট অ্যাটাক করেই মৃত্যুবরণ করেছে শাহীন)।
তাঁর এমন মৃত্যুর খবর শুনে পুরো এলাকায় চলছে শোকের মাতম।
রোববার জোহর নামাজের পর স্থানীয় হাজিল বেপারীর ব্রীজ সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়।