বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৫০ শয্যা হাসপাতালে ডায়রিয়া রোগিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। গড়ে প্রতিদিন ৯০ থেকে ১০০ জন ডায়রিয়া রোগি ভর্তি হচ্ছে এই হাসপাতালে। গত সপ্তাহে এখানে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন ৫ শ’ জন।
১৬ এপ্রিল, শুক্রবার রাত হতে এ হাসপাতালে ডায়রিয়া স্যালাইন না থাকায় বাধ্য হয়ে বাহির হতে ডায়রিয়া স্যালাইন কিনতে হচ্ছে রোগীদের। আর এ সুযোগে ফার্মেসীগুলোতে নানা অজুহাতে ৯০ টাকার স্যালাইন ৩ শত টাকা হতে সাড়ে ৩ শত টাকা পর্যন্ত বিক্রি করার অভিযোগ উঠছে। রোগীরা বাধ্যই হয়েই বেশি দামে এি স্যালাইন ক্রয় করে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এছাড়া বেডের চেয়ে রোগির সংখ্যা অধিক হওয়ায় এ সকল ডায়রিয়া রোগিদের ঠাঁই হচ্ছে হাসপাতালের ফ্লোরে। রোগিদের চাপ বেশি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও ডাক্তারা।