ব্যাক্ট্রিয়ান গুপ্তধনের খোঁজে তালেবান

0
2

আন্তর্জাতিক ডেস্ক
দুই হাজার বছরের পুরনো ব্যাক্ট্রিয়ান ধনভাণ্ডারের সন্ধান করবে তালেবান। এই ব্যাক্ট্রিয়ান ধনভাণ্ডার অনেকের কাছে ব্যাক্ট্রিয়ান গোল্ড নামেও পরিচিত।

এই ধনভাণ্ডারের খোঁজ পাওয়ার পর কেউ যদি দেশের বাইরে পাচারের চেষ্টা করে তাহলে তা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এর সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেয়া হবে।

গণমাধ্যমে বলা হয়েছে, ১৯৭৮-৭৯ সালে প্রথম এই সম্পদের সন্ধান পাওয়া যায়। সে সময় ছয় জন ধনী যাযাবরের কবর খনন করে উদ্ধার হয়েছিল প্রচুর সম্পত্তি।

ঐতিহাসিকদের মতে, এটা ছিল মূলত মধ্যএশিয়া থেকে আসা যাযাবরদের কবর। খ্রিস্টপূর্ব প্রথম শতকে এই যাযাবর শ্রেণীর যাতায়াত ছিল আফগানিস্তানের ওপর দিয়ে। করবগুলো পাওয়া গিয়েছিল উত্তর আফগানিস্তানের শেরবার্গান জেলার তপা বা হিল অব গোল্ড এলাকায়। ওই এলাকাতেই আরও ধনভাণ্ডার আছে কী না সেটাই তালেবান সন্ধান করবে।

কবরগুলো খননের পর উদ্ধার হয়েছিল চীন থেকে ইউয়েজি, সোনার কামরা, ডলফিন, দেবতা, ড্রাগন। এছাড়াও পাওয়া গিয়েছিল পান্না, পলা, হীরের মত দামি দামি পাথর। সেই সময় খনের ফলে প্রায় ২০ হাজার সামগ্রী উদ্ধার করা হয়েছিল। পাওয়া গিয়েছিল সোনার আংটি, কয়েম, অস্ত্র, কানের দুল, চুড়ি, হার, মূল্যবান অস্ত্র ও মুকুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here