ক্রীড়া প্রতিবেদক
প্রতিটি বিশ্বকাপেই ভক্ত-সমর্থকদের চাওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ। কিন্তু বিশ্বকাপের ৯১ বছরের ইতিহাসে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি কখনো। তবে, কোপা আমেরিকার ফাইনালে তারা অনেকবারই মুখোমুখি হয়েছে। এবারও যেমনটা হলো।
২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পাওয়ার হাউজ। অবশেষে ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা।
কাল রোববারের ফাইনালের দিকে তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। এখন দেখার বিষয়, কোপা আমেরিকা-২০২১ এর ফাইনালে নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেকর্ড কতটা চমৎকার করতে পারেন।