ভরতের কেরালায় ভূমিধস ও বন্যায় ২১ মৃত্যু

0
6

নিজস্ব প্রতিবেদক
ভারতের কেরালায় রোববার (১৭ অক্টোবর) ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ২১ জন মারা গেছেন। রাজ্যের ইডুক্কি ও কোট্টায়াম জেলায় এ ঘটনা ঘটেছে । এনডিটিভি।

খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্ধারের প্রচেষ্টা জোরদার করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তিনি বলেন, কোট্টায়ামসহ রাজ্যে ভারী বৃষ্টির কারণে বন্যাকবলিত এলাকায় আটকে থাকা মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত উপায় ব্যবহার করা হবে।

রাজ্য সরকারের অনুরোধে সেনা, নৌ ও বিমান বাহিনী সিভিল প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ১১ টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত আটজন নারী ও সাত শিশুসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here