ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি টাকা

0
2

আন্তর্জাতিক ডেস্ক
২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য তিন শ’ কোটি টাকা বরাদ্দ করেছেন ভরতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

গত বাজেটেও বাংলাদেশের জন্য একই অঙ্কের অর্থ বরাদ্দ ছিল। তবে এবার চমক হলো, তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও দুই শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ছয় শ’ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।

অতীতে তালেবানের সাথে ভারতের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। এবারেও তালেবান আফগানিস্তান দখল করার পর তাদের সাথে কূটনৈতিক স্তরে ভারতের খুব বেশি আলোচনা হয়েছে এমন নয়। তবে সেই তালেবানশাসিত আফগানিস্তানের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, দুই হাজার ২৬৬ কোটি টাকা। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে নয় শ’ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা। ডয়চে ভেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here