ভারতের হাসপাতালগুলো এসওএস পাঠাচ্ছে

0
3

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগী মৃত্যুর সংখ্যা ব্যাপক হরে বৃদ্ধি পেয়েছে। অক্সিজেন সংকটের কারনে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেয়ে হাসপাতালগুলো এসওএস বার্তা পাঠাচ্ছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি ব্যাক্তি- প্রতিষ্ঠানও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সাহায়তায় এগিয়ে আসছে।
উল্লেখ্য, গত শনিবার ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়। শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয় ৩ লাখ ৪৬ হাজার জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার জন। গত ২৪ ঘণ্টার তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ২৬৩ জন করোনায় মারা গেছে। সংক্রমিত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠেছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here