ভারতে পাচারকালে ২২ লাখ টাকার ইলিশ মাছ আটক

0
1

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছের চালান আটক করেছে বিজিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপার নামক স্থান থেকে ৮৮৫ কেজি ইলিশ মাছ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর জানান বলেন, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামে বিক্রি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here