ভারতে প্রথমবার একদিনে ৪ হাজার মৃত্যু

0
3
A man sits next to the bodies of those who died from the coronavirus disease (COVID-19), ahead of the mass cremation, at a crematorium in New Delhi, India April 26, 2021. REUTERS/Adnan Abidi

আন্তর্জাতিক ডেস্ক
ভারতে সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। এবার প্রথমবারের মতো একদিনে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৮৭ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ এক হাজার। শনিবার (৮ মে) এনডিটিভি এ খবর দিয়েছে।

অন্যদিকে, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি স্ট্রেনকে ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃক ‘উদ্বেগের রূপ’ হিসেবে ঘোষণা করা হবে। এটি অন্য স্ট্রেনগুলো থেকে আরো বেশি দ্রুত ছড়ায় বলে আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ এর এই স্ট্রেনটি পিএইচই কর্তৃক বি১৬১৭.২ নামে পরিচিত। এ ছাড়া দেশজুড়ে ভাইরাসটির ৪৮টি ক্লাস্টার পাওয়া গেছে। যা মূলত ভ্রমণের সঙ্গে সম্পর্কিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here