ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন উপল‌ক্ষে ভোলায় সাংবা‌দিক‌দের জন‌্য কর্মশালা

0
7

ভোলা সদর সংবাদদাতা
ভোলায় জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক‌্যা‌ম্পেইন উপল‌ক্ষে সাংবা‌দিক‌দের জন‌্য অ‌রি‌য়েন্টশন কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকা‌লে ভোলা সি‌ভিল সার্জন অ‌ফি‌সের হল রু‌মে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

ভোলা ভারপ্রাপ্ত সি‌ভিল সার্জন ডা:মোঃ সিরাজ উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ভোলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও বাংলার ক‌ণ্ঠের সম্পাদক এম হা‌বিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অ‌মিতাভ অপু প্রমূখ। এসময় বক্তব্য রাখেন, এসএ টিভি ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি সাহাদাত শাহিন, জনকন্ঠ ও মাছরাঙা টিভি জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, ৭১টিভি জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, বিটিভি জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান প্রমুখ।

ডা: সিরাজ উ‌দ্দিন জানান, আগামী ৫ জুন থে‌কে ১৯ জুন পর্যন্ত ভোলার ১ হাজার ৬৯০ টি টিকা কে‌ন্দ্রে ৬ থে‌কে ১১ মাস বয়সী ৩২ হাজার ২২৪ জন ও ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫১ হাজার ১০৯ জন শিশু‌কে ভিটা‌মিন এ প্লাস ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here