ভোলায় ১১ লাখ লিটার তেল নিয়ে ডোবা জাহাজের উদ্ধার চলছে

0
1

চরফ্যাশন (ভোলা) অফিস
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় ডুবে যাওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি উদ্ধারে আজ সোমবার সকালে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার তুলাতলিতে কাঠিরমাথা এলাকার মেঘনা নদীতে ১১ লাখের বেশি লিটার তেল নিয়ে ‘সাগর নন্দিনী-২’ নামে জাহাজটি ডুবে যায়; এই তেলের মালিক পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

কোম্পানির বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. লোকমান বলেন, “বিআইডব্লিউটিএ ডুবন্ত জাহাজটির উদ্ধার কাজ পরিচালনা করবে।

শনিবার চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল লোড করে জাহাজটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার কথা ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে তুলাতলির কাঠিরমাথা এলাকায় বালুবাহী একটি বলগেটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে জাহাজটি তলা ফেটে পানি ঢুকতে থাকে এবং একপর্যায়ে সেটি ডুবে যায়।

জাহাজে মোট ১৩ জন স্টাফ ছিলেন। পরে তাদের চিৎকার শুনে অন্য একটি বলগেট এসে তাদের উদ্ধার করে

এক ভিডিওচিত্রে দেখা যায়, জাহাজটি ডুবে যাওয়ার পর সকালে স্থানীয় জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে সেখানে উপস্থিত হন। তাদের প্রত্যেকের হাতে তেলের ছোট-বড় ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাত্র ছিল। জাহাজ থেকে তেল ছোট ছোট পাত্র দিয়ে তুলে বড় ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা হয়। পরে সেগুলো ট্রলারে তুলে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় সেখানে কোলাহল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here