ভোলা সদর সংবাদদাতা
ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দ: রাজাপুর জোর খাল পয়েন্টে উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিছে।
তীব্র ভাঙনে শত শত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয় যাচ্ছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা না নিলে ব্লক বাঁধের শত কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে পারে উজানের পানির চাপে।
১০ হাজার পরিবারের স্বপ্নের ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে পরবে। রাজাপুরের জোর খাল পয়েন্টে মেঘনার ভাঙনের হাত থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী স্থানীয়দের।
ভাঙন কবলিত এলাকার মানুষ ভোলার অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এমপির সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।