নিজস্ব প্রতিবেদক
কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, অনিয়মের অভিযোগে ভোট বর্জন এবং কারাদন্ডের মধ্যদিয়ে সোমবার চরফ্যাশনসহ ভোলার চার উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বৃস্টি উপেক্ষা করে কেন্দ্রে এসে উপস্থিত হন ভোটাররা। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হয়ে তা চলে বিকাল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চরফ্যাশনে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির (২৫) নামে একজন নিহত হয়েছে।
অপরদিকে মনপুরার হাজিরহাট ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদ হোসেন হান্নান ভোট বর্জন করেছেন। এ সময় তিনি পুনরায় ভোটগ্রহনের দাবী তোলেন।
সংঘর্ষে নিহত-১: ভোলার চরফ্যাশনে কেন্দ্র দখন নিয়ে মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বেলা ১১টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ভোট গ্রহণ শুরুর পরপরই ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কেন্দ্র দখলের চেস্টা এবং প্রভাব বিস্তাররকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে মনির গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
৩ জনের কারাদন্ড: মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে ভোলার তজুমদ্দিনে তিন এজেন্টকে তিনদিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের এ কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী আশরাফুর রহমান এ দন্ড দেন। দন্ডাপ্রাপ্তরা হলেন, মান্নান, শাহজাহান ও শাখাওয়াত। তাদের বাড়ি উপজেলার সম্ভপুর বদনাপুর গ্রামে।