ভোলায় অনলাইনে ১২ দিনে ১০ কোটি টাকার গরু বিক্রি

0
1

ভোলা সদর সংবাদদাতা
ভোলায় ৭৬ টি স্থানে কুরবানীর পশুরহাট বসলেও অনলাইন প্লাটফর্মে আটটি পশুর হাট চালু রয়েছে। এসব হাটে গত ১২ দিনে ১ হাজার ২৫৮টি গরু বিক্রি হয়েছে। এর মধ্যে ছাগল রয়েছে ১৬৪টি। এসব পশু ৯ কোটি ৭৮ লাক ৫৫ হাজার টাকায় বিক্রি হয়।
অন্যদিকে, অনলাইন পশুর হাটে এখন পর্যন্ত ২৩ হাজার ৩১৩টি পশুর তথ্য আপলোড দেয়া হয়েছে। এ বছর অনলাইন এবং সরাসরি পশুর হাট মিলিয়ে ৮০৩ কোটি টাকার গরু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণিস¤পদ বিভাগ।
এদিকে, সরাসারি পশুর হাট বসায় অনলাইনে কেনা-বেচা অনেক কম বলে জানিয়েছে প্রাণিস¤পদ অধিদপ্তর। জেলার সাত উপজেলায় থেকে এ বছর অনলাইনে সর্বমোট ২৬ হাজার পশুর তথ্য আপলোড দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here