ভোলায় আ.লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

0
12

ভোলা সংবাদদাতা
ভোলা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় ভোলা স্কুল মাঠে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্বি ও সদস্য নবায়ন সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আরো উপস্থিত ছিলেন আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এছাড়া জেলা আ.লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সম্পাদক আবদুল মমিন টুলু সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতে সদস্য নবায়ন পত্র তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here