ভোলায় কর্মহীন শিল্পীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

0
3

ভোলা সদর সংবাদদাতা
করোনাভাইরাসের কারণে ভোলায় ৪২ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) ভোলা সদর উপজেলার হল রুমে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে। করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ইউএনও প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। সময় ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলমসহ ভোলার বিভিন্ন সংগঠনের শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here