নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলায় জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী, দক্ষিণ জোন, ভোলার খেয়াঘাট রোডে জোনাল কমান্ডারের কার্যালয়ে বুধবার বেলা ১১ টায় মেঘনা ও তেতুলিয়া নদী সংলগ্ম প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী ওই সব উপকরণ বিতরণ করে।
উপকরণের মধ্যে ছিল নাদী বা সাগরে থাকাকালীন নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, রেডিও, লাইফবয়, টর্চ লাইট ও রেইনকোট ।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি। এই সময় কোস্টগার্ডের উদ্ধর্তন কর্মকতাবৃন্দ, গণমাধ্যম কর্মী ও জেলেরা উপস্থিত ছিলেন।
দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ সকল দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও পূর্ণবাসনসহ কোস্টগার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় কোস্টগার্ড।