ভোলায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

0
1

ভোলা সংবাদদাতা
ভোলায় প্রেমে প্রতারিত হয়ে সাবিনা (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ জুন) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সেলিম মালের মেয়ে আলহেরা মহিলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সাবিনার সঙ্গে পার্শ্ববর্তী ৪নং ওয়ার্ডের দীঘির পাড় এলাকার বারেক মিয়ার ছোট ছেলে নূরনবীর প্রেমের স¤পর্ক ছিল।

সবিনা কিছু দিন আগে জানতে পারে ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে সংসার করছে ও তাদের বাচ্চাও রয়েছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সবিনা।

শুক্রবার বেলা১ টা দিকে সাবিনা তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়ের মা সুফিয়া আক্তার দরজা বন্ধ পেয়ে সাবিনাকে দরজা খুলতে বলেন কিন্তু মেয়ের কোন সাড়াশব্দ না পাওয়ায় ডাক চিৎকার দিলে বাড়ীর লোকজন ছুটে এসে দরজা খোলার ব্যবস্থা করে।

দরজা খোলার পূর্বেই সবিনা মৃত্যুবরণ করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here